পূর্বমেদিনীপুর.ইন, এগরা : এগরা-২ ব্লকের দুবদা দেশপ্রাণ
বীরেন্দ্র বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক) হাইস্কুলে শুরু হল বাৎসরিক সাংস্কৃতিক
অনুষ্ঠান। বৃহস্পতিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় স্কুলের মাঠে। এ দিন
স্কুল প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার
সভাধিপতি দেবব্রত দাস,
এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, দুবদা গ্রাম পঞ্চায়েত প্রধান রাধারানী বর।
এছাড়াও উপ-প্রধান সত্যরঞ্জন
মাইতি, সমাজকর্মী খগেন্দ্র নাথ দুয়ারী, কর্মাধ্যক্ষ অনিল
বর, শিক্ষক রাজকুমার দুয়ারী, স্কুলের প্রধান শিক্ষক
স্বপন মাইতি,
স্কুল পরিচালন কমিটির সভাপতি হৃদয় বাগ প্রমুখ। এ দিন
স্কুলের ছাত্রছাত্রীরা নানা আঙ্গিকে লোকনৃত্য পরিবেশন করে।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন - Whatsapp