ইন্দ্রজিৎ সাহু, পূর্বমেদিনীপুর.ইন : বুধবার পশ্চিম মেদিনীপুরের
সবং সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ধূমধাম করে পালিত হল ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান
প্লাটিনাম জুবিলি উৎসব ২০১৯!
সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান
শুরু হল আজ থেকে। অনুষ্ঠান চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। আদিবাসী নৃত্য, ছৌ নাচ সহযোগে
অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সেচ ও জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র।
উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার আলোক রাজরিয়া, এসডিপিও রাহুল দে,
সিআই মিহিরবাবু সহ সবং থানার ওসি অমিত অধিকারি।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্কুলের পরিচালন কমিটির সভাপতি অমূল্য
মাইতি, বেলুড় রামকৃষ্ণ মঠের ভাইস প্রিন্সিপাল একচিত্রানন্দজী, অমিত অধিকারী, প্রভাত
মাইতি প্রমুখরা।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন - Whatsapp