পূর্ব মেদিনীপুর.ইন
: এক দশম শ্রেণীর
ছাত্রীকে অপহরণের অভিযোগে খেজুরির এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অপহৃতা ছাত্রীর বাড়ি ভুপতিনগর থানা এলাকায়।
তাকেও উদ্ধার
করেছে পুলিশ।
বুধবার ভূপতিনগর থানার পুলিশ
অপহরণকারী যুবক গুরুপদ সাহুকে গ্রেফতারের পর বৃহস্পতিবার তাঁদের কাঁথি আদালতে তোলা
হয়। বিচারক ওই যুবকের জামিন নাকচ করে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে ধৃত গুরুপদর বাড়ি
খেজুরি থানার দক্ষিণ কলমদান গ্রামে। পুলিশ ও স্থানীয় সূএে জানা গেছে, গত
কয়েক বছর আগে আত্মীয়তার সূত্রে ভূপতিনগর থানার বৃন্দাবনপুরের এক মাধমিক
পরীক্ষার্থী ছাত্রীর সঙ্গে খেজুরির গুরুপদর আলাপ হয়।
এরপর তাদের দীর্ঘদিন ধরে প্রেমপর্ব
চলতে থাকে। ১২ মে মাধমিক ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে গুরুপদ।
দীর্ঘ খোঁজাখুজির পর ছাত্রীর কোন সন্ধান না পেয়ে গত ১৪ মে মেয়েটির বাবা ভূপতিনগর
থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে মোবাইল
ফোনের টাওয়ার লোকেশানের সূত্র ধরে জানতে পারে খেজুরিতে রয়েছে তাঁরা।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন - Whatsapp
No comments