সঞ্জীব আচার্য, পূর্বমেদিনীপুর.ইন : বৃহস্পতিবার বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে এগরা গামী একটি যাত্রীবাহী
বাস দুর্ঘটনার কবলে পড়েছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার পঁচেট মোড়ের কাছে বাসটি
রাস্তার পাশের ফাঁকা জমিতে পাল্টি খেয়ে যায়।
ঘটনাটি ঘটেছে বিকেল ৪টে নাগাদ। যাত্রীরা জানিয়েছেন, গাড়ির
চালক আচমকাই ঘুমে ঢুলছিল। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রিক্সায় প্রথমে
ধাক্কা মারে বাসটি।
এরপর যাত্রী নিয়ে মাঠে উল্টে যায় বাস। এই ঘটনার পরেই
যাত্রীদের মধ্যে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও দ্রুত উদ্ধার কাজে
হাত লাগায়। এই ঘটনার জেরে প্রায় ২০ জন যাত্রী জখম হয়েছেন।
তাঁদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো
হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, অধিকাংশ যাত্রীদের অল্পবিস্তর আঘাত লেগেছে। কারও
মাথায় বা কারও হাতে চোট লেগেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হচ্ছে।
তবে কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়েই পটাশপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে
যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু
হয়েছে।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন - Whatsapp
No comments