মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকায় অভিনব কায়দায় আত্মঘাতী হল এক যুবক। পুলিশ
জানিয়েছে মৃত যুবকটির নাম কার্ত্তিক বারিক (৩৬)। তাঁর বাড়ি মারিশদার কুমিরদা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ওই যুবক মদের সঙ্গে
চুল কালো করার কলপ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। ঘটনাটি জানতে পেরেই পরিবারের লোকেরা
তাঁকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
শনিবার রাতে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে রবিবার পুলিশ
মৃতদেহটিকে উদ্ধার করে ওই হাসপাতালেই ময়না তদন্ত করছে।
মৃত
যুবকের আত্মীয় চন্দন বারিক বলেন, পারিবারিক অশান্তির
জেরে
শনিবার সকালে
মদের সঙ্গে মাথার চুল কালো করার কলপ খেয়ে নেয় সে।
বিষয়টি
জানতে পেরেই তাঁকে দ্রুত উদ্ধার করে কাঁথি হাসপাতালের ভর্তি করা হয়।
পরে তাঁর মৃত্যু সংবাদ পেয়ে কান্নায়
ভেঙে পড়ে তাঁর পরিবার।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
No comments