পূর্বমেদিনীপুর.ইন : শুক্রবার বিকেল নাগাদ কয়েক
পশলা বৃষ্টির সাথেই দুমদাম বাজ পড়ার জেরে মৃত্যু হয়েছে একজনের। মৃত ব্যক্তির নাম ধীরেন
মুনিয়া (৬৫)। তার বাড়ি পূর্ব মেদিনিপুরের পটাশপুর থানার খাড় মুস্তফাপুর গ্রামে।
স্থানীয় সূত্রে নানা গেছে, শুক্রবার বিকেল ৫.৩০টা নাগাট পান
বরজে কাজ করছিলেন ধীরেনবাবু। সেই সময় আচমাই তার উপর বাজ পড়ে যায়।
এরপর স্থানীয় ও পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ
কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া
নেমে এসেছে।
No comments