মহিষাদল: উৎসবের মেজাজে সাত দিনব্যাপী ‘স্টুডেন্ট উইক’ বা ছাত্র সপ্তাহ উদযাপিত হলো মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটল। শেষ দিনে বিভিন্ন প্রতিযোগিতায় (Mahishadal) সফল পড়ুয়া…
গত সাত দিন ধরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা বৃদ্ধিতে নানা আয়োজন করা হয়েছিল। এর মধ্যে ছিল অঙ্কন প্রতিযোগিতা, পোস্টার লিখন, সৃজনশীল লিখন ও ক্যুইজ। এছাড়াও আয়োজিত হয়েছিল গান ও আবৃত্তির অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষ দিনে আজ একদিকে যেমন ছিল পুরস্কার বিতরণের আনন্দ, অন্যদিকে ছিল জনসেবামূলক উদ্যোগ।
এদিন বিশ্ববিদ্যালয়ে একটি হেলথ
ক্যাম্প বা স্বাস্থ্য শিবিরের
আয়োজন করা হয়, যেখানে পড়ুয়া ও কর্মীদের স্বাস্থ্য
পরীক্ষা করা হয়। উৎসবের মেজাজে পড়ুয়ারা গান ও আবৃত্তির মাধ্যমে
এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এদিন সফল প্রতিযোগীদের অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা।
![]() |
প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী নতুন বছরের ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে গান্ধীজীর ছবিটি এঁকেছে বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। |
অনুষ্ঠানের শেষে ২০ জন সফল ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। শংসাপত্র ও মেডেল হাতে পেয়ে খুশি পড়ুয়ারা। সব মিলিয়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে ছাত্র সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান এক অন্য মাত্রা পায়। সাত দিনের এই কর্মযজ্ঞ শেষে শংসাপত্র হাতে পেয়ে খুশি পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের কথায়, "পড়াশোনার মাঝে এই সাত দিন আমাদের কাছে এক ঝলক টাটকা বাতাসের মতো ছিল। পুরস্কার বড় কথা নয়, এই অংশগ্রহণই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।"
এদিনের অনুষ্ঠানের আরও কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের ফটো গ্যালারি আপনাদের জন্য :








No comments