Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

Purba Medinipur : ইডি অভিযানের মাঝে মুখ্যমন্ত্রীর ফাইল লোপাটের প্রতিবাদ ! নন্দকুমারে দিঘাগামী জাতীয় সড়ক অবরোধ বিজেপির । বিস্তারিত পড়ুন...

নন্দকুমার : ইডি অভিযানের মাঝে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল লোপাটের চেষ্টার অভিযোগ তুলে এবার সরব হল বিজেপি। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে ১১৬-বি দিঘা-নন্দকুমার (Purba Medinipur) জাতীয় সড়ক অবর…

 

নন্দকুমার : ইডি অভিযানের মাঝে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল লোপাটের চেষ্টার অভিযোগ তুলে এবার সরব হল বিজেপি। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে ১১৬-বি দিঘা-নন্দকুমার (Purba Medinipur) জাতীয় সড়ক অবরোধ করলেন বিজেপি নেতা-কর্মীরা। এর জেরে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে নন্দকুমার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এদিন সন্ধ্যা ৬টা নাগাদ নন্দকুমার থানার অন্তর্গত শীতলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ অবরোধে সামিল হন বিজেপির কর্মী-সমর্থকরা। নেতৃত্বে ছিলেন নন্দকুমার বিধানসভা কেন্দ্রের কনভেনার নির্মল খাঁড়া, জেলা সহ-সভাপতি দিলীপ বর্মণ, কোর কমিটির সদস্য প্রসূন কুমার মিশ্র ও শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান পুতুল পণ্ডা। ভবানীপুর ও কল্যাণচক গ্রাম সংযুক্ত ‘শক্তি কেন্দ্র’-এর ডাকে আয়োজিত এই প্রতীকী অবরোধ চলে বেশ কিছু সময় ধরে।

বিজেপি নেতা প্রসূন কুমার মিশ্র অভিযোগ করে বলেন, “সারা রাজ্য এখন দুর্নীতির আখড়া। একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কীভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেন? ইডি-র তল্লাশির মাঝেই গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে আনা হয়েছে। এই বেআইনি কাজের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ।”

সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর বিজেপি কর্মীরা রাস্তা থেকে সরে গেলে পুলিশি হস্তক্ষেপে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে অফিস ফেরত ব্যস্ত সময়ে আচমকা এই অবরোধে সমসায় পড়েন যাত্রীরা। ব্যস্ত সময়ে এই অবরোধের জেরে ট্রাফিক সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।

#NandakumarNews #PurbaMedinipur #DighaRoad #BJPBengal #BengalPolitics #CorruptionInBengal #TMCvsBJP

No comments