Mahishadal : সোনার কাজে মুম্বাই গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মহিষাদলের এক যুবকের। মৃত যুবকের নাম সিধু সেনাপতি (৩৩) ওরফে নরেন। গত রবিবার সেখানে ট্রেন লাইনের পাশ থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার মুম্বাইতে …
সূরের খবর,
সিধু মহিষাদলের সরবেড়িয়া গ্রামের বাসিন্দা। অল্প বয়সেই বাবার মৃত্যু হয়। পরিবারে মা
ও এক বোন। বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে মাঝপথে পড়াশোনা ছেড়ে চলে যায় মুম্বাই।
দীর্ঘ বছর সেখানেই কাজ করত ছেলেটি। তবে রবিবার কয়েকজন বন্ধুর সঙ্গে ট্রেনে চেপে নিজের
রুমে ফিরছিল। সেই সময় ট্রেন থেকে পড়ে সিধুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে খবর এসেছে।
তবে সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি নিয়ে কাউকে কিছু জানায়নি বলেই অভিযোগ।
এদিকে কারখানায়
কাজে না আসায় সিধুর খোঁজ খবর শুরু হয়। পরে তাঁরা জানতে পারেন সেখানকার জিআরপি পুলিশের
কাছে পড়ে রয়েছে মৃতদেহটি। সূত্রের খবর, ময়না তদন্তের পর জিআরপি থেকে স্থানীয় পুলিশের
হাতে মরদেহ তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। তারপরেই দেহটি মুম্বাই থেকে মহিষাদলে তার পরিবারের
কাছে ফিরিয়ে আনা হবে। সেই সঙ্গে কিভাবে এই মৃত্যু তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে খবর।
বুধবার এই
ঘটনার খবর মহিষাদলে পৌঁছানর পর থেকেই শোকে পাথর গোটা এলাকা। সিধুর মা জানান, দীর্ঘদিন
আগেই স্বামীকে হারিয়ে আতান্তরে পড়েন তাঁরা। এরপর লোকের বাড়িতে কাজ করে পরিবারের মুখে
খাওয়ার তুলে দিয়েছেন তিনি। পরে ছেলে সোনার কাজে মুম্বাই চলে যায়। মাঝে মধ্যে বাড়িতে
আসত সে। তবে এবার সব স্বপ্ন চুরমার হয়ে গেল একমাত্র ছেলেকে হারিয়ে”।
#PurbaMedinipurNews #MahishadalNews #BengaliNews #LocalNews #purbamedinipur
No comments