মিলন পন্ডা, পূর্ব মেদিনীপুর.ইন : শুক্রবার রাতে বাড়ি ফেরার জন্য
দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে এক যুবকের মৃত্যু
হয়েছে। মৃত যুবকের নাম সৌরভ দাস (২০)। তাঁর বাড়ি এগরা পুরসভার ৭নং ওয়ার্ড
এলাকায়।
এছাড়াও আরও তাঁ…
মিলন পন্ডা, পূর্ব মেদিনীপুর.ইন : শুক্রবার রাতে বাড়ি ফেরার জন্য দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম সৌরভ দাস (২০)। তাঁর বাড়ি এগরা পুরসভার ৭নং ওয়ার্ড এলাকায়।
এছাড়াও আরও তাঁর বাবা সনাতন দাস (৩৮) গুরুতর আহত অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাত ১০ টা নাগাদ এগরা খড়গপুর বাসস্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটেছে।
রাতের বেলায় ব্যবসা শেষে বাড়ি ফেরার সময় দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় সৌরভ। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হন সনাতনবাবু। স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাটি দেখতে পেয়েই ছুটে এসে তাদের উদ্ধার করেন। হাসপাতালে গেলে সৌরভকে মৃত বলে জানান চিকিৎসকরা।
------- বিজ্ঞাপন -------

------- বিজ্ঞাপন -------

------- বিজ্ঞাপন -------
------- বিজ্ঞাপন -------
------- বিজ্ঞাপন -------

No comments