চন্দন বারিক, পূর্বমেদিনীপুর.ইন : বুধবার সকালে মারাত্মক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন একদল পর্যটক। এদিন সকালে দিঘা থেকে কাঁথিগামী পর্যটক বোঝাই গাড়ির সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি গাড়…
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি গাড়িই প্রচন্ড গতিতে যাচ্ছিল। পিছাবনীর কাছে আচমকাই দুটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। এর জেরে পর্যটক বোঝাই গাড়ির সব যাত্রীই জখম হয়েছেন। তাঁদের কাঁথি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সবাই এখন বিপদমুক্ত রয়েছেন।
অন্যদিকে মাছ বোঝাই গাড়িটি উল্টে গেলে রাস্তায় সমস্ত মাছ ছড়িয়ে পড়ে। যা কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায়। তবে ব্যবসায়ীরা দ্রুত জায়গাটিকে ঘিরে মাছগুলি উদ্ধার করে। ব্যবসায়ীরা জানিয়েছেন, সামুদ্রিক মাছগুলি স্থানীয় বাজারে বিক্রীর জন্যেই নিয়ে যাচ্ছিল তারা। তবে এই ঘটনায় যথেষ্ট ক্ষতি হয়েছে তাদের।
এই ঘটনার জেরে বেশ কিছু সময় রাস্তায় যানজট তৈরি হয়। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সেই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত গাড়িদুটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে।
------- বিজ্ঞাপন -------

------- বিজ্ঞাপন -------

------- বিজ্ঞাপন -------
No comments