মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : পারিবারিক অশান্তির জেরে গায়ে কেরেসিন তেল ঢেলে আগুন লাগিয়ে নিল স্ত্রী। চোখের সামনে জ্বলন্ত স্ত্রীকে দেখে তাঁকে বাঁচাতে ছুটে গিয়ে অগ্নিদদ্ধ হল স্বামীও।
ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার সু…
মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : পারিবারিক অশান্তির জেরে গায়ে কেরেসিন তেল ঢেলে আগুন লাগিয়ে নিল স্ত্রী। চোখের সামনে জ্বলন্ত স্ত্রীকে দেখে তাঁকে বাঁচাতে ছুটে গিয়ে অগ্নিদদ্ধ হল স্বামীও।
ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার সুবোধপুর গ্রামে। স্বামী স্ত্রীর আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে ভগবানপুর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থায় অবনতি হলে চিকিৎসকরা তাঁদের তমলুক জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করেন।
সেখানেই স্ত্রী জয়ন্তী দোলাই (২২)-এর মৃত্যু হয়েছে। স্বামী গৌরশঙ্কর দোলাই (৩২)-এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে কলকাতার বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে পাশের গ্রামের জয়ন্তীর সঙ্গে গৌরশঙ্করের বিয়ে হয়। এরপর স্বামী গৌরশঙ্কর একটি পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ।
স্বামীর এই সম্পর্কের কথা জানতে পেরে দুইজনের মধ্যে প্রায়শই বচসা হতে থাকে। আর সেই বচসা চলা কালীন বুধবার বাড়িতে থাকা কেরোসিন তেল চেলে গায়ে আগুন লাগিয়ে নেয় জয়ন্তী। এই মুহূর্তে কলকাতায় সঙ্গাহীন অবস্থায় গৌরিশঙ্করের চিকিৎসা চলছে বলে জানা গেছে। এই ঘটনায় ভগবানপুর থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
------- বিজ্ঞাপন -------

------- বিজ্ঞাপন -------

------- বিজ্ঞাপন -------
------- বিজ্ঞাপন -------

No comments