পূর্বমেদিনীপুর.ইন : পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকায় পেট্রোল পাম্পে ভেজাল
তেল বিক্রীর মামলায় গ্রেফতার হলেন প্রভাবশালী ব্যবসায়ী কমল পট্টনায়েক। তিনি স্থানীয়
একটি জনপ্রিয় ক্লাবের কর্মকর্তা হিসেবে পরিচিত।
বুধবার রাতে ওই ক্লাবের …
পূর্বমেদিনীপুর.ইন : পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকায় পেট্রোল পাম্পে ভেজাল
তেল বিক্রীর মামলায় গ্রেফতার হলেন প্রভাবশালী ব্যবসায়ী কমল পট্টনায়েক। তিনি স্থানীয়
একটি জনপ্রিয় ক্লাবের কর্মকর্তা হিসেবে পরিচিত।
বুধবার রাতে ওই ক্লাবের দশমীর ঠাকুর ভাসান
হয়েছে। আর তারপরেই কমলবাবুকে বৃহস্পতিবার গ্রেফতার করে হলদিয়া আদালতে পাঠানো হয়েছে।
সব অভিযোগ খতিয়ে দেখার পর পুলিশের আবেদন মেনে ব্যবসায়ীকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত
জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারীক তন্ময়
মুখার্জী জানিয়েছেন, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে পেট্রম পাম্পে ভেজাল তেল
বিক্রীর একটি পুরানো অভিযোগ রয়েছে। সেই ঘটনার তদন্তের পরেই এদিন ব্যবসায়ীকে পাকড়াও
করা হয়েছে।
সূত্রের খবর, মহিষাদলে
হলদিয়া মেছেদা রাজ্য সড়কের পাশে একটি পেট্রোল পাম্প শুরু করেন ওই ব্যবসায়ী। ওই
পাম্পে ভেজাল তেল বিক্রীর বিষয়ে একাধিকবার অভিযোগ উঠেছিল। যার জেরে পাম্পটি বেশ
কিছুদিন বন্ধ হয়ে ছিল বলেও খবর। তবে পরে সেটি আবার খুলেও যায়।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন - Whatsapp
No comments