পূর্বমেদিনীপুর.ইন :শুক্রবার ভোর ৪টে নাগাদ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানা এলাকায় ৬নং জাতীয় সড়কের কলিশ্বরের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন আমিনা বিবি (৪০) ও রওশনা বিবি (৩৫)৷ তাঁরাদু'জনেই পেশা…
পূর্বমেদিনীপুর.ইন : শুক্রবার ভোর ৪টে নাগাদ পূর্ব মেদিনীপুরের
পাঁশকুড়া থানা এলাকায় ৬নং জাতীয় সড়কের কলিশ্বরের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই
মহিলার মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন আমিনা বিবি (৪০) ও রওশনা বিবি (৩৫)৷ তাঁরা দু'জনেই পেশায় সবজি ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে
জানা গেছে, এদিন ভোরের দিকে একটি মেশিন ভ্যানে চেপে কোলাঘাটের
সারদা বসান গ্রাম থেকে ছ'জন সবজি ব্যবসায়ী পাঁশকুড়া পাইকারী বাজারে যাচ্ছিলেন। পথে কলিশ্বর বাসস্ট্যান্ডের কাছে পেছন থেকে একট্রি ট্রাক সজোরে মেশিন
ভ্যানের পেছনে ধাক্কা মারে৷
ভ্যানে সওয়ার সকলেই
চারিদিকে ছিটকে পড়েন৷ সেই
সময় আমিনা বিবি ও রওশনা বিবি রাস্তার মাঝে পড়ে গেলে ট্রাকটি তাঁদের
পিষে
দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার জেরে এলাকায়
ব্যাপক উত্তেজনা ছড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে পাঁশকুড়া
থানার পুলিশ৷ আহতদের উদ্ধার করে পাঁশকুড়া হাসপাতালে পাঠানো হয়৷ সেখানে চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন৷
আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চারজনকে তমলুক জেলা হাসপাতালে স্থানারিত করা হয়েছে৷
পাঁশকুড়া থানার ওসি অজয় কুমার মিশ্র জানিয়েছেন,
দেহ দু'টিকে উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো
হচ্ছে। ঘাতক ট্রাক ও ট্রাক ড্রাইভারের খোঁজে তল্লাশি চলছে। মৃতের পরিবারের লোকেদেরও খবর দেওয়া হয়েছে।
No comments