পূর্বমেদিনীপুর.ইন
: দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এখন কেজি প্রতি পেঁয়াজের দাম পৌঁছেছে ১০০ টাকা। এমন পরিস্থিতিতে
পেঁয়াজ যে অতি মূল্যবান ফসল হয়ে উঠেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এরই মাঝে সোমবার গভীর
রাতে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার একটি দোকান থেকে পেঁয়াজের বস্তা চুরির ঘটনায় ব্যাপক
চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয়
সূত্রে জানা গেছে, এই চুরির ঘটনাটি ঘটেছে হলদিয়ার সুতাহাটা থানার বাড়বাসুদেবপুর এর
সাহুবাজার এলাকায়। এই বাজারের ব্যবসায়ী অক্ষয় দাস জানিয়েছেন, অন্যদিনের মতোই গতকাল
রাত্রি ১০টা নাগাদ তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান।
কিন্তু
সকালে তিনি অন্য ব্যবসায়ীদের থেকে ফোন পেয়ে জানতে পারেন তাঁর দোকানের দরজা খোলা রয়েছে।
তিনি এসে দেখেন দোকানের তালা ভেঙে চুরি হয়ে গিয়েছে পেঁয়াজের বস্তা। সেই সঙ্গে আদা রসুনও
চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। প্রাথমিক হিসেবে চুরির পরিমান প্রায় ৫০হাজার টাকা বলে
জানা গেছে।



No comments