Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

Mahishadal : মহিষাদল গয়েশ্বরী গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া উৎসব : দু’দিন ব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে !

রূপসা মন্ডল, স্পোর্টস ডেস্ক : নতুন বছরের শুরুতেই উৎসবে মাততে চলেছে মহিষাদলের ঐতিহ্যবাহী গয়েশ্বরী গার্লস হাইস্কুল। আগামী ১৯ ও ২০ জানুয়ারি (Mahishadal) ধুমধাম করে আয়োজিত হতে চলেছে স্কুলের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মহিষা…


রূপসা মন্ডল, স্পোর্টস ডেস্ক :
নতুন বছরের শুরুতেই উৎসবে মাততে চলেছে মহিষাদলের ঐতিহ্যবাহী গয়েশ্বরী গার্লস হাইস্কুল। আগামী ১৯ ও ২০ জানুয়ারি (Mahishadal) ধুমধাম করে আয়োজিত হতে চলেছে স্কুলের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মহিষাদল রাজবাড়ি সংলগ্ন সুবিশাল রাজগ্রাউন্ডে আয়োজিত এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে এখন চরম উন্মাদনা

স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর, অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ ১৯ জানুয়ারি, সোমবার আয়োজিত হবে বিভিন্ন ইভেন্টের যোগ্যতা নির্ণায়ক পর্ব। শতাধিক ছাত্রীর অংশগ্রহণে মুখরিত হবে খেলার মাঠ। এই প্রাথমিক লড়াইয়ে যারা উত্তীর্ণ হতে পারবে, কেবল তারাই সুযোগ পাবে ২০ জানুয়ারির চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় বা মেগা ফাইনালে।

চূড়ান্ত পর্যায়ের খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তবে এই অনুষ্ঠানের বিশেষত্ব হলো, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার প্রক্রিয়ায় সামিল করা হবে উপস্থিত অভিভাবকদেরও। নিজেদের সন্তানদের সাফল্য নিজের চোখে দেখার সুযোগ পাবেন তাঁরা।

এই স্পোর্টস ইভেন্টে থাকছে রান, লঙজাম্প, হাই জাম্প, স্কিপিং, অঙ্ক দৌড়, পুটিং শট, স্যাক রেস, ডিসকাস থ্রো, স্লো সাইকেল। এছাড়াও থাকছে যোগাসন প্রতিযোগিতা। ছাত্রীদের পাশাপাশি অভিভাবক ও অভিভাবিকা এবং স্কুলের কর্মীদের জন্যও নানান ধরণের খেলার আয়োজন রয়েছে।

স্কুল সূত্রে জানা গেছে, এই ক্রীড়া উৎসবের প্রথম দিন স্কুলের পক্ষ থেকে সমস্ত ছাত্রীদের জন্য মধ্যাহ্নভোজের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় দিন থাকবে টিফিনের বন্দোবস্ত। ছাত্রীদের পাশাপাশি অভিভাবক-অভিভাবিকাদের উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। 

প্রধান শিক্ষিকা পারমিতা গিরি বাগ গত কয়েকদিন ধরেই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত প্রস্তুতির তদারকি করছেন। স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।  প্রধান শিক্ষিকা জানিয়েছেন, "দ্বিতীয় দিন রয়েছে মনোজ্ঞ গেম শো। প্রতিটি ক্লাস অনুযায়ী চাত্রীরা এই শো তে অংশগ্রহন করবে।"

প্রসঙ্গতঃ বছরের এই দুটি দিনের জন্য দীর্ঘ প্রতীক্ষায় থাকে ছাত্রীরা। পড়াশোনার চাপের বাইরে গিয়ে খেলাধুলা সাংস্কৃতিক চর্চার এই সুযোগ পেয়ে ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও অত্যন্ত আনন্দিত। সব মিলিয়ে, ১৯ ২০ জানুয়ারি মহিষাদল রাজগ্রাউন্ড একখণ্ড আনন্দমেলায় পরিণত হতে চলেছে।



No comments