নিজস্ব সংবাদদাতা, ময়না : ময়নার বাকচার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনের ঘটনায় দীর্ঘ দেড় বছর পর আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ (NIA)। ধৃতের নাম স্বপন ভৌমিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Moyna) সূত্রে খবর, ধৃত স্বপন তৃণমূল কং…
নিজস্ব সংবাদদাতা, ময়না : ময়নার বাকচার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনের ঘটনায় দীর্ঘ দেড় বছর পর আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ (NIA)। ধৃতের নাম স্বপন ভৌমিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Moyna) সূত্রে খবর, ধৃত স্বপন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের সবং থানার দশগ্রাম এলাকায় তাঁর মেয়ের বাড়ি থেকে তাঁকে পাকড়াও করা হয়।
২০২৩ সালের ১ মে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ময়নার বাকচার গোড়ামহাল গ্রামে নিজের বাড়ির সামনে থেকেই অপহরণ করা হয়েছিল বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণকে। তার কিছু পরেই তাঁর নিথর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ ছিল, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করেছে। রাজ্য পুলিশের তদন্তে সন্তুষ্ট না হয়ে নিহতের পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং আদালত শেষ পর্যন্ত মামলার ভার এনআইএ-র হাতে তুলে দেয়।
তদন্তের এই অগ্রগতিতে স্বস্তির সুর গেরুয়া শিবিরে। বাকচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বিজেপি নেতা প্রসেনজিৎ ভৌমিক বলেন, "স্বপন ভৌমিক দীর্ঘদিন ধরেই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে সবং থেকে উনি ধরা পড়লেন। এজেন্সি নিজের কাজ করছে, এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমরা শুধু চাই বিজয়কৃষ্ণ খুনের প্রকৃত বিচার হোক এবং এলাকায় শান্তি বজায় থাকুক।"
অন্যদিকে, এই গ্রেফতারিকে 'রাজনৈতিক ষড়যন্ত্র' হিসেবেই দেখছে শাসকদল। ময়নার তৃণমূল নেতা প্রদীপ দে-র অভিযোগ, "শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এবং বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। গত দেড় বছর ধরে চার্জশিট না দিয়ে যখনই এলাকায় তৃণমূল সংগঠন মজবুত করছে, তখনই বেছে বেছে প্রথম সারির নেতাদের গ্রেফতার করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের নামে শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে।"
এক নজরে ঘটনাপ্রবাহ:
* ১ মে, ২০২৩: বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে অপহরণ ও খুন।
* হাইকোর্টের নির্দেশ: পরিবারের আর্জি মেনে এনআইএ তদন্তের নির্দেশ দেয় আদালত।
* বর্তমান পরিস্থিতি: এই ঘটনায় এর আগেও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনআইএ। স্বপন ভৌমিকের গ্রেফতারিতে ঘটনায় নতুন মাত্রা যোগ হলো।
এনআইএ আধিকারিকদের মতে, ধৃত স্বপন ভৌমিককে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করলে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্র এবং মূল পান্ডাদের হদিস মিলতে পারে।

No comments