পূর্ব মেদিনীপুর.ইন : শুক্রবার সকালে কাঁথি ৩ ব্লকের একটি ফিসারীর
ভেড়ি থেকে এক যুবকের অচৈতন্য দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে
চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম
শঙ্কর মণ্ডল (৩০)।
তাঁর বাড়ি মারিশদা থানার সাঁকাবাই গ্রামে।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা গেছে,
শুক্রবার
সকালে বাড়ি থেকে কিছু দূরে একটি ফিসারির ভেড়িতে শঙ্করকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে
দেখেন স্থানীয়
বাসিন্দারা। এরপর তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে
ভর্তি করা হয়।
শঙ্করের
মুখ থেকে গাঁজলা বের হতে থাকে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা ওই যুবককে আশংকাজনক
অবস্থায়
কাঁথি হাসপাতালে
নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কাঁথি
থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
যদিও পরিবারের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এই ঘটনায়
পুলিশ একটি
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
স্থানীয়
সূত্রে আরও জানা গেছে,
দিন কয়েক
আগে বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতে শুরু করে ওই যুবকের স্ত্রী। সেই
কারনে মানসিক অবসাদে ভুগছিল সে। পুলিশের প্রাথমিক অনুমান,
বিষক্রিয়ার জন্যই
যুবকের মৃত্যু
হয়েছে।
No comments