দীপক প্রধান, পূর্বমেদিনীপুর.ইন : কুকড়াহাটি এলাকায় হুগলী
নদীর চরে ভেসে উঠল এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। হাতে শাঁখা পরা রয়েছে ওই
মহিলার। তবে মৃতদেহে পচন ধরে যাওয়ায় বয়স বা পরিচয় এখনও উদ্ধার সম্ভব হয়নি বলে
সুতাহাটা থানা সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা
কুকড়াহাটির জেটি ঘাট থেকে কিছুটা দূরে নদীর চরে দেহটিকে পড়ে থাকতে দেখেন
স্থানীয়রা। তাঁদের কাছ থেকে খবর পেয়ে কুকড়াহাটি পুলিশ ফাঁড়ির কর্মীরা গিয়ে দেহটিকে
উদ্ধার করে নিয়ে আসে।
পরে সুতাহাটা থানা সূত্রে জানানো হয়েছে, মহিলার দেহটিকে
ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশে কোনও মহিলার
নিখোঁজ হওয়ার অভিযোগ আসেনি।
পুলিশ আশেপাশের থানায় কোনও মহিলা নিখোঁজ রয়েছে কিনা তা
খতিয়ে দেখছে। তবে দেহে পচন ধরায় মৃত্যুর প্রাথমিক কারণ ঘিরেও ধোঁয়াশা রয়েছে বলে
পুলিশ জানিয়েছে।
No comments