দীপক প্রধান,
পূর্বমেদিনীপুর.ইন : মঙ্গলবার সাত সকালে মারাত্মক ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের হলদিয়া পৌরসভার
৭ নম্বর ওয়ার্ডের ঝিকুরখালি এলাকার বাসিন্দারা। এদিন সকালে স্থানীয়রা নদীর পাড়ে দুটি
দেহকে আগুনে পুড়তে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়েই দুর্গাচক
থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভালেও দেহ দুটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত
হয়ে গিয়েছে। যার জেরে সেগুলি পুরুষ না মহিলার তা চেনা যায়নি। পুলিশ সূত্রে জানা
গেছে, ঘটনাস্থলেই একটি গর্ত খোঁড়া রয়েছে।
পুলিশের ধারণা, ভোর রাতে
দেহ দুটিকে এনে পুড়িয়ে ফেলার পর তা গর্তে ভরে দেওয়ার চেষ্টা হয়েছিল। তবে স্থানীয়রা
চলে আসায় সেই কাজ সফল হয়নি। ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থা দেখে পুলিশের ধারণা,
দেহদুটিকে অন্যত্র খুন করে এনে নদীর পাড়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলার চেষ্টা হয়েছে।
এই ঘটনার খবর ছড়িয়ে
পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কাতারে কাতারে মানুষ ছুটে আসেন
ঘটনাস্থলে। এমন নৃশংস ভাবে দুটি মানুষকে মেরে জ্বালিয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় হতবাক
এলাকাবাসীরা। এই ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসীরা।
দুর্গাচক থানা সূত্রে
জানা গেছে, জ্বলে যাওয়া দেহগুলি উদ্ধার করে আনা হয়েছে। পাশাপাশি গোটা ঘটনাটির
তদন্ত শুরু হয়েছে।
No comments