নন্দন বেরা, পূর্বমেদিনীপুর.ইন : বুধবার ভোরের দিকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি এগরা রাজ্য সড়কের ভবানীচকের কাছে। মৃত দুই ব্যক্তি ঝন্টু মাঝি(৫৬) ও সুকদেব মাঝি(৩৫)। তাঁদের বাড়ি…

নন্দন বেরা, পূর্বমেদিনীপুর.ইন
: বুধবার ভোরের দিকে
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের
কাঁথি এগরা রাজ্য সড়কের ভবানীচকের কাছে। মৃত দুই ব্যক্তি ঝন্টু মাঝি(৫৬) ও সুকদেব মাঝি(৩৫)। তাঁদের বাড়ি এগরার বাসুদেবপুর এলাকায়
বলে জানা গেছে।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় মাছ ব্যবসায়ী বাবা ও ছেলে বুধবার ভোরের দিকে
ব্যবসার কাজে মোটর বাইকে চেপে বেরিয়ে আসে। পরে সকালের আলো ফুটলে স্থানীয়রা
ভবানীচকের কাছে রাস্তার ওপর তাঁদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর
পেয়ে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় বাবা
ও ছেলে দুজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। স্থানীয়দের অনুমান, কোনও গাড়ির ধাক্কাতেই
তাঁদের এই করুন পরিণতি হয়েছে। পুলিশ মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর
পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
No comments