নন্দন বেরা, এগরা : বিয়ে হয়নি। নিঃসঙ্গ জীবন। অবশেষে অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। মৃত মহিলার নাম বিষ্ণুপ্রিয়া দাস (৬২)। তিনি পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার ৫নং ওয়ার্ডের কশবা এলাকায় দিদির বাড়িতে থাকতেন।
শনিবার সকালে বাড়ির ভেতরে হলের মধ্যে মহিলার গলায় ফাঁস লাগানো ঝুলতে দেহ দেখতে পান পরিবারের লোকেরা। প্রাথমিক ভাবে অনুমান, গভীর রাতে চুপিসাড়ে উঠেই আত্মঘাতী হয়েছেন তিনি।
মৃত্যুর আগে একটি সুইসাইড নোট তিনি লিখে গিয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যার বলেই পুলিশের অনুমান।
তবে কি কারনে এই আত্মহত্যা তা নিয়েই চলছে বিশ্লেষণ। প্রাথমিক ভাবে জানা গেছে, অবিবাহিত মহিলার আসল বাড়ি এগরার পাঁচরোল এলাকায়। তবে বেশ কয়েকবছর বাড়ি ছেড়ে নিজের দিদির বাড়িতে থাকতেন তিনি।
একাকিত্ব, অবসাদ, সেই সঙ্গে শারীরিক অসুস্থতা নিয়ে জীবনে বেঁচে থাকার লড়াই ছেড়ে তিনি চলে গেলেন মৃত্যুর পরপারে, এমনটাই মত পরিবারের।
#newzbangla #BengaliNews #PurbaMedinipurNews #নিউজবাংলা #newsbangla #EgraNews
No comments