Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

Haldia : সাতসকালে হলদিয়া-মেচেদা রোডে ত্রাহি ত্রাহি রব: নয়ানজুলিতে যাত্রিবাহী বাস, বরাতজোরে রক্ষা যাত্রীদের !

হলদিয়া (Purbamedinipur.in) : সাতসকালে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ৪০ জন যাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় …



হলদিয়া (Purbamedinipur.in) : সাতসকালে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ৪০ জন যাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রবিবার সকালে সুতাহাটা থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বরাতজোরে এই ঘটনায় কোনও প্রাণহানি না ঘটলেও আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি মেচেদার দিক থেকে হলদিয়ার দিকে যাচ্ছিল। সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর বাসস্ট্যান্ড ছাড়িয়ে কিছুটা এগিয়ে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে গিয়ে পড়ে। অভিঘাত এতটাই ছিল যে, বাসটি নয়ানজুলিতে কাত হয়ে উল্টে যায়।

ভয়াবহ শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সুতাহাটা থানার পুলিশ বাহিনী। বাসের জানালা ও গেট দিয়ে আটকে পড়া যাত্রীদের একে একে নিরাপদ স্থানে বের করে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বাসের গতিবেগ তুলনামূলক কম থাকায় বড়সড় কোনও প্রাণহানি ঘটেনি। যাত্রীরা সাধারণ চোট পেলেও কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

যান চলাচল ব্যাহত: দুর্ঘটনার জেরে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ক্রেন দিয়ে নয়ানজুলি থেকে বাসটিকে তোলার সময় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে সুতাহাটা থানার পুলিশ। যান্ত্রিক গোলযোগ নাকি চালকের অসাবধানতা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

#Haldia #PurbaMedinipur #HaldiaMechedaRoad #WestBengalNews #হলদিয়া #পূর্ব_মেদিনীপুর #PurbaMedinipur

No comments